তিনকালের আলেক শাই

লিখেছেন- মাহবুব আলি ঋজু

 

বাজীকর ও বাজীকর

তোমার বাজীর খেলায় হারবো না তো আর।

বাজিকর ও বাজিকর।

আমি ভালবেসে জল ফুড়েছি

মাটি ফুড়ে পারাপার।

বাজিকর ও বাজিকর

তোমার বাজির খেলায় হারবো নাতো আর।

 

আমি জুয়ার চাঁকায় মন বেঁধেছি

দেহ রয় যে বেদের বা’র।

বাজিকর ও বাজিকর।

তোমার বাজির খেলায় হারবো নাতো আর।

 

প্রেম পিরিতি ধুম কামনা

বন্ধু স্বজন আপন জনা

সব নিলে মোর ধরার বা’র।

বাজিকর ও বাজিকর

তোমার বাজির খেলায় হারবো নাতো আর।

 

এবার তুমি কেমনে ভাবো,

তোমায় দিয়ে মন ভরাবো,

কোলে নিয়ে চুমবো তোমায় বারংবার।

বাজিকর ও বাজিকর

তোমার বাজির খেলায় হারবো নাতো আর।

 

নিজের দেহ নিজেই কাটি,

নিজের ত্রুটি নিজেই ছাটি,

নিজের মতন মানুষ গড়ে

হবো এবার পগার পার।

বাজিকর ও বাজিকর,

তুমি কোন সুদূরের কারিগর।

তুমি যেথায় আছ, পড়ে থাকো

তোমায় মোরা দেখতে চাই না আরেকবার।

বাজিকর ও বাজিকর,

তোমার বাজির খেলায় হারবো নাতো আর।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s