নারীদিবসে ভাবনাগুলো


nadera

‘টেবিলে একটি বই আছে’ টেবিলটি মাটি ছুঁয়ে আছে, বইটি তাই মাটি ছুঁয়ে আছে… ‘গরু ঘাস খায়, মানুষ গরু খায়, মানুষও তাই ঘাস খায়… যুক্তিবিদ্যার বিষয়াদী। পড়েছি এক সময়, যুক্তি এবং যুক্তিখণ্ডন!!! 😀

বলছিলাম, নারী নিপীড়নের ঘটনায় কে দায়ী, এটা মানুষজন নিজ বিবেচনায় যেভাবে তুলে ধরছে তা দেখে…

গত কালকে ছিন্ন বা বিচ্ছিন্ন (!) কিছু নারী নিপীড়নের ঘটনা সামনে এলো। ফেসবুক নিউজ ফিড ভরে উঠলো। দেখছি একের পর যুক্তি এবং পাল্টা যুক্তি। ভালো লাগছে, রাগ, অভিমান, ঘেন্নাও হচ্ছে। এর মাঝেই কাউকে কাউকে পাচ্ছি শান্ত সৌম্য এবং মানবিক চিন্তার মানুষ হিসেবে আবার চিনে নিতে পারছি মাথা মোটা বিবেকহীন আপাদমস্তক অতি রাজনৈতিক মানুষদেরও!!!

আজ আরো একটা দিন, নারী দিবস। সারাদিনের ব্যাস্ততার ফাঁকে ফাঁকে দেখেছি অনেকেই আমার মনের মত কথা সুন্দর গুছিয়ে বলে দিয়েছেন। তাই মনে হয়নি আমাকে কিছু বলতেই হবে…

তারপরও দিনশেষে, ছোট্ট করে বলতে ইচ্ছে করলো, একদম নিজের ভাবনা… নারী দিবসের সূচনা যে লক্ষ্যে সেটা আজ বিশ্বের অনেক দেশেই অর্জিত। নারী সংগ্রাম আছে তবে তা প্রণিধানযোগ্য না যেমন আছে পুরুষেরও… তাই শুধু নারীর সমস্যাকে অনেক দেশেই মানবিক সমস্যা বলার মত সভ্যতা অর্জিত হয়েছে… যেটা আমি যেখানে এখন আছি অস্ট্রেলিয়াতেও!!!

কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর সংগ্রাম নানামুখী, ঘরে বাইরে, বাসে ট্রামে, কর্মক্ষেত্রে সবখানে। তাই যেকোন দিবস যেমন পজিটিভ মেসেজ নিয়ে আমাদের সামনে আসে… শুধু এই দিন এলে আমি খুব বিমর্ষ বোধ করি, বুঝে উঠতে পারিনা ঠিকঠাক অনেক কিছুই… 😥

খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা আমার সংগ্রামের পথ আমি জানি চিনি। তাই যেকোন নারীর বৈরী সময়গুলো আমার খুব চেনা। এই দিবসে সফল নারীদের সাফল্যগাঁথা নিয়ে তাঁদের কুর্নিশ করবো, পিঙ্ক বা পার্পল ধারণ করে সেলেব্রেট করবো, নাকি দিনের পর দিন চেপে যেয়ে যে বা যারা জীবনের জয়গান করে সেই নারীর কথা বলবো। আমি সত্যি জানিনা…!!!

শুধু যেটা জানি বা চাই, বাংলাদেশে নারীর পথচলা নিরাপদ হোক… আর এর জন্যে ভালো পুরুষদের (!) এগিয়ে আসতেই হবে… এর কোন বিকল্প নেই, মানবিক মানুষদের এক হওয়া ছাড়া মুক্তি নেই এবং নেই!!!

আর হে, সর্বশেষ সরকারের মাননীয় এক মন্ত্রী জানাচ্ছেন, কালকের ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার হবেই, বিশ্বাস রাখলাম আজ… 🙂 দেখি কি আসছে সামনে।

যে বাংলাদেশের নারী পড়ছেন এই স্ট্যাটাস তাঁকে বলছি, ঘরের মানুষ, আপনার আর্থিক অবস্থা এই সব ইতিবাচক হলে আপনি যে জীবন যাপন করে যাচ্ছেন, যাকে পথ চলতে হয় বাইরের পৃথিবীতে, তাঁর সংগ্রাম একদমই আলাদা… খুব খুব কঠিন এই পথ, কখনও হতে হয় কঠোর, কখনও কৌসুলি… পথটা শুধুই তাঁর,

শুভ হোক সুন্দর হোক… জয়তু সাহসী নারী। ভালোবাসা এবং ভালোবাসা। 

নাদিরা সুলতানা নদী
৮ মার্চ ২০১৮
মেলবোর্ন, অস্ট্রেলিয়া

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s