প্রতিদান


image001

লিখেছেন- অরুণচন্দ্র দাস

যে কথা বলিতে আমি পারিনি কখনো
লাজে, মানে, ভয়ে।
সেকথা কহিলে তুমি অনায়াসে
অবেলায় বিনা সংশয়ে।
সাহস করিনি ছু’তে আকাশের তারা,
ভাবিনি তো কোনোদিন বেচে র’ব যতদিন
র’ব একা বন্ধুহীন হ’ব সাথীহারা।
সকলি হইলো স্মৃতি অবুঝ মনের প্রীতি
কত যে স্বপ্ন ছিল দু’জনার মনে।
যেদিন গিয়েছে হায় অনাদরে অবহেলায়
নাইবা জানিলো কেউ মনের গোপণ কথা
রহিলো গোপণে।
দুঃখে সারা জনম গেলো দুঃখের কি বাকি রইলো
নিরবধি বহে অশ্রুধারা।
শয়নে স্বপনে যারে সদা ডাকে এ অন্তরে
অকুল সাগরে ভেসে চিত্ত দিশাহারা।
হয়তো হবেনা দেখা সে’গান হবেনা শেখা
একফোটা অশ্রু দিও আমার মরণে।
নাইবা শুনিলো কেউ বিরহের কাব্যগাথা
হৃদয়ের দুঃখ থাক হৃদিবৃন্দাবনে।
তবু পথ চেয়ে থাকি নিষ্পলক দুটো আঁখি
হৃদয়ের ভালোবাসা হৃদয়েতে রাখি
আকন্ঠ ভরিয়া করি পান।
নাইবা পেলাম কাছে তবু সে আমারি আছে
দূর থেকে ভালোবেসে
দেবো প্রতিদান।

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s