লিখেছেন- আসমা খুশবু
তখন কিছুদিন হলো লন্ডন এসেছি। হন্য হয়ে একটা কাজ খুঁজি। সকাল হলেই বেড়িয়ে পরি। কখনও রাতে ফিরি, কখনও বা বিকেলে। কাজ মেলে না! দেশ থেকে আনা টাকাও ফুরিয়ে আসছে। কিছু ধারও হয়েছে। কোনকোন দিন পথ হারিয়ে ফেলি, চোখের সামনে দিয়ে ট্রেন যাচ্ছে কিন্তু আমি সিঁড়ি খুঁজে পাই না। বার কয়েক চেষ্টা করে অচেনা কাউকে জিজ্ঞেস করি। সে বুঝিয়ে দেয় রাস্তা পার হয়ে লেফট এ গেলেই সিঁড়ি। আবার যাই, আবারও খুঁজে পাই না। রাগ আর দুঃখ এসে বাসা বাঁধে মনে।
একটা ছোট্ট লেক, তার পাশে নিচু পাঁচিল। সেখানে উঠে বসি। ততক্ষনে মন খারাপ চোখ বেয়ে নামছে। সবাই ব্যস্ত ছুটে চলেছে। কারও দিকে তাকানোর সময় নেই। মাস খানেক হলো দেশ ছেড়ে এসেছি, একদিনও মন খারাপদের ডাকিনি। সুযোগ পেয়েই সব একসাথে চোখ বেয়ে হুড়মুড় করে বের হয়ে আসলো। পাশ থেকে হেঁটে যাওয়া মানুষটাও ফিরে তাকিয়ে দেখছে না। কাজেই সে পানি মোছার তাড়াহুড়োও নেই। মিনিট দশেক পরে পিঠে কারও হাতের ছোঁয়ায় চমকে উঠি, তাড়াতাড়ি চোখ মোছার ব্যর্থ চেষ্টা করি।
আর ইউ ওকে ইয়াং লেডি? এক বৃদ্ধর উৎকন্ঠিত জিজ্ঞাসা। তাড়াতাড়ি বলে উঠি, আমি ঠিক আছি। কোন হেল্প লাগবে কিনা জিজ্ঞেস করায় উত্তর দেই, না, দরকার নেই। বললো, সে রাস্তার উল্টোপাশে ভিক্ষা করছে, কোন দরকার হলে যেন বলি। আমি হেসে কৃতজ্ঞতা জানাই।
চোখ মুছে সোজা হয়ে বসি। মাথার উপর দিয়ে ট্রেন যাচ্ছে আমি কেন সিঁড়ি খুঁজে পাচ্ছি না? হিসেব করে উঠে দাঁড়াই। মন শক্ত করি, কাজ খুঁজে পাবই। না পাওয়া কাজ আর হারানো রাস্তা মিলেমিশে একাকার! রাস্তা পার হয়ে সেই বৃদ্ধের কাছে এগিয়ে যাই, বলি,
আমার সমস্যার সমাধান হয়েছে, তোমাকে কোন হেল্প করতে পারি?
বৃদ্ধ উত্তর দেয়, ‘খুব ভালো। জীবনে সমস্যার সমাধানের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, শুধু মনকে প্রশ্ন করতে জানতে হয়। আপাতত তুমি আমার টনি কে খাবারের জন্য একটা কয়েন দিতে পার’। আঙ্গুল দিয়ে তার সুন্দর চেহারার কুকুরটিকে নির্দেশ করে।
আমি বলি, আমার তো কয়েন নেই, তবে চাইলে একটা ফ্রেশ স্যান্ডউইচ আছে ওটা দিতে পারি। বৃদ্ধ মাথা ঝাঁকিয়ে অনুমতি দেয়, আমি আমার লাঞ্চের জন্য বাসা থেকে বানিয়ে আনা স্যান্ডউইচটি টনিকে দিয়ে পাশে বসে পরি। মনের মধ্যে অনেক দিনের বেঁধে থাকা গুমোট কেটে যায়।
কখনও কখনও জীবনের গতিকে সচল রাখতে নিজের সাথে বোঝাপড়া করতে হয়। পথের ধারে পরে থাকা ছোট ছোট অনেক এড়িয়ে যাওয়া বিষয়ও জীবনে প্রেরণা হতে পারে, আমরা তা কখনও ভেবে দেখি না হয়তো।।