লিখেছেন- নাদেরা সুলতানা নদী
ভালোবাসলে পরে বুকের জমিন হয়ে যায়
সবুজ গালিচা!
ভালোবাসলে পরে ঘরের ছোট্ট এক জানালাই হয়ে যায়
নীলা আকাশ!
ভালোবাসলে পৃথিবীর সব ধুসর-কালো ফিরে পায় রঙ,
যেন এক বুনো প্রজাপতি!
ভালোবাসলে পরে রাতের একটুকরো আকাশই
যেন অনন্ত নক্ষত্ররাজি!
ভালোবাসলে পরে তুমি বা আমিই যেন পৃথিবী
তার চোখে !
কোন মেকী বা মিথ্যে পৃথিবীর সাধ্য কি আর
তা রুখে!
সব প্রাণকে এক করে দেয় চার অক্ষরের এক শব্দ, ভালবাসা
ভালোবাসলে পরে নদীও হয়ে যায় নারী
ডানা জাপটানো পাখিও হঠাৎ উড়ি উড়ি!
ভালোবাসলে পরে হঠাৎ একদিন ভালোবাসা
মৃত্যু যে তারপর।
ভালোবাসলেই একদিন ডানা ভেঙ্গে নীড়হারা পাখি
খুঁজে পায় না আপণ-পর!
ভালোবাসলেই হঠাৎ আলোর ঝলকানিতে চিত্ত করে ঝলমল
ভালোবাসলে আলো হারিয়েও যায়,
কেউ একজন সব নিয়ে পালায়!
দোসর খুঁজি ও বাসর বাঁধিগো, জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙা
তারপরও ভালোবাসা তোমাতেই ভালোবাসা
তোমাকেই অভিবাদন শত্রু রূপে শতবার,
বারবার!
ভালো থেকো যে তুমি শুধুই
আমার!