লিখেছেন- অরুণ চন্দ্র দাস
উদার আকাশ বিশাল সাগর
মরু বন পাহাড়ে ঘেরা,
এ দুনিয়া মাঝে যা’কিছু আছে
মানুষ সবার সেরা।
মানুষই গড়েছে নগর সভ্যতা
মানুষই রচিছে স্বর্গ,
মানুষের হৃদয়েই স্নেহ প্রেম মায়া
ভালবাসার অর্ঘ্য।
মানুষ রূপেতে ভগবান এসেছে
যুগে যুগে বারে বারে,
নররুপ ধরি করিয়াছে লীলা
চিনিনি আমরা তাঁহারে।
যেদিকে চাহিবে মানুষই দেখিবে
মানুষ ছাড়া কিছু নাই রে,
মানুষেরি মাঝে লুকায়ে ঈশ্বর
খুঁজিলে তাঁহারে পাই রে।
একমাত্র মানুষই পারে পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে, আর কেউ নয়
মন্দির মাঝে দেবতা বিরাজে
ও কথা বলোনা ভাই,
তোমারি অন্তরে বিরাজে দেবতা
খুঁজিয়া দেখো না তাই।
ভগবান জ্ঞানে ভজ মানুষেরে
এটাই আসল তত্ত্ব।
সবারি উপরে সৃজিলেন বিধাতা
মানুষ সবারই সত্য।
মানুষের মাঝে সত্যের ঠিকানা
মানুষেই তাহা বন্দী রে।
নিজেকে চিনিলে খুজিতে না হয়
হাঁটে ঘাটে আর মন্দিরে।