লিখেছেন- নাদেরা সুলতানা নদী
মেয়ে
পেয়েছো কি কাঙ্খিত এক জোড়া চোখ
তাকিয়েছো ঐ চোখে
দেখেছো তার যাদু মায়াঘোর
বাড়িয়েছে যে তার প্রেমডোর
সবুজ পাতার পৃথিবী
আকাশের নীল নীলিমা
যা শুধুই
তোমায় নিয়ে তোমায় ঘিরে!!!
মেয়ে
জেনেছো কি তুমি
পায়ে পায়ে দূরে দূরে
যাও যখন তুমি হেঁটে
তখনও তার প্রাণ পরশ
তার শুভছায়া থাকে
যা শুধুই
তোমায় নিয়ে তোমায় ঘিরে!!!
মেয়ে
শুনেছো কি তুমি
তোমার সকল চলা সকল বলা
তোমার সকল কাজের মাঝে
তার শুভশীষখানি
সুরের মূর্ছনায়
তোমায় চালায় আপন বেগে
যা শুধুই
তোমায় নিয়ে তোমায় ঘিরে!!!
অর্ধেক কল্পনা, অর্ধেক প্রকৃতি
মেয়ে
বুঝেছ কি তুমি
তুমি যখন আকাশ পানে
মুগ্ধ নয়ন দৃষ্টি মেলে
মনের কোনের সবুজ নিয়ে
ঠোঁট জোড়া ঐ হাসি মেখে
তখনও সে থাকে কেবল
তোমায় পানে তোমায় চেয়ে
যা শুধুই
তোমায় নিয়ে তোমায় ঘিরে!!!
মেয়ে
তুমি যখন অলস দুপুর
বিকেল ছোঁয়া সন্ধ্যা ঘুমের পরে
এলোচুলের খোপা বেঁধে
প্রিয় শাড়ী গা জড়িয়ে
চোখের কোণে কাজল মেখে
আয়না মাঝে মুগ্ধ চোখে
অচেনা এক তোমায় দেখ
তখনও তার দৃষ্টি থাকে
কেবল তোমায় ঘিরে!!!
মেয়ে
সাঁঝের বেলা তুমি যখন
জানালা খুলে দৃষ্টি উদাস
মেঘের সাথে লুকোচুরি
বৃষ্টি আসি বৃষ্টি আসি
খুব নীরব আলিঙ্গনে
তখনও সে থাকেই কেবল
তোমায় ঘিরে তোমায় ঘিরে!!!
মেয়ে
পড়েছো কি প্রেমে
তোমার মাঝে প্রাণের খেলা
তোমায় ঘিরে তোমার মানুষ
প্রাণের মানুষ রাঙ্গায় তোমার হিয়া
তবে ভাসাও স্বপতরী, প্রেমের গাঙ্গে
উড়াও তব মন পবন
গাও জীবনের গান
একদিন প্রতিদিন
গড়ে উঠুক তোমার পৃথিবী তাকেই ঘিরে
তাকেই ঘিরে!!!